যদি শেষ বিকেলের
শেষ আলোটুকু দেখে যেতে পারি,
তবে শূন্যে আরেকটা শহর গড়ব!
ঝলমলে আলো দেখে দেখে
উৎসুক জনতা যেন ভুলে থাকে সব!


করোনা, যুদ্ধাস্ত্র আর দুঃচিন্তায় যারা;
তাদের কপালে দেখা যাবে বলিরেখা!
দৈন্যদশায় কাতর হবে ঝিঁঝি পোকা;
তবু গড়ে যাব আরেক পৃথিবী
শুধু গুটি কয়েক বসন্ত বনে!


টোপ ফেলা জলে এক জায়গায়
জড়ো হবে সব জল কীট।
লাভবান হবে শেষ বিকেলের
কতিপয় যাত্রী!


তাং- ০৯/১১/২০২২ ইং