একটি ভুলের জন্য কতোই না তিরস্কার
শুনতেই হলো তাকে,
আগাছারা আছে যত অনুকূল পরিস্থিতি
জড়িয়ে ধরার ফাঁকে।


রাজ্যের রাজার মান সহজেই বিলীনের
কথা নয় কারো কাছে,
পরিচালনায় যার সিদ্ধহস্ত বুদ্ধিমত্তা
বেশ বিদ্যমান আছে!


নিজেরই অপরাধ ঢাকতে একটু আজ
কাদা লাগুক না অন্যে,
পরাশ্রয়ী এভাবেই সমাজে জীবিত থাকে
সত্তাহীনতা নগণ্যে।


নৃপতির ব্যক্তিসত্তা সকল প্রজার তরে
সমকক্ষ ভাবনায়,
বৃক্ষের যেমন ফলে হয় পরিচয় আর
অনিষ্টকারী চিন্তায়।


তাং- ০৯/১০/১৮