জ্যৈষ্ঠের আদুরে নাম এই ‘মধুমাস’,
দেশি ফলে ভরে ওঠে কদরে ও বেশ।
ফলের উৎসবে আর ঘ্রাণের আমেজে,
অপেক্ষায় থাকে সবে ওই মাসে মজে।


রসালো সুস্বাদু যত লিচু,গাব,আম,
আনারস,করমচা,কাঁঠাল ও জাম।
উদার প্রকৃতি আজ দিয়ে নানা ফল,
আমাদের তৃপ্ত করে আনন্দে বিহ্বল ।


চাহিদা পূরণ করে নানা ভিটামিনে,
মানব সতেজ থাকে তারি মনেপ্রাণে।
ক্ষতিকর দ্রব্য যেন মুক্ত থাকে ফলে,
সামাজিক সচেতনে থাকি সবে মিলে।


রোগপ্রতিরোধ করে মৌসুমি এ ফলে,
স্রষ্টার অর্পণ কতো ধরণীর তলে!


তাং - ২৪/০৫/১৮