অমরত্ব বর লাভে-
অধীশ্বর ভাবে ত্রি ভুবনে,
মহিষাসুর আপনা বলে বলীয়ান্‌
সমুদয় জানে!
দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহে,
পরাক্রান্ত- তেজী মনে অহমিকা বহে!


ধরণীতে একছত্র রাজপদ তার,
অহংকারে কাকে মানে অভিলাষে ভার!
কে পায় দানব তারে- স্বর্গ, মর্ত্য ও পাতালে,
ত্রিভুবন জয়ে তিনি পরিতৃপ্ত হালে।
এ হাতে- রাজত্ব, ধন, জন সবে,
মাটিতে পরে না পদ অহমিকা তবে!


অবধ্য এ দেহ তার,
আহা! এ শক্তি কোথায় রাখে আর!
শ্রেষ্ঠ জীব- ধ্বংস নেই পুরুষের হাতে,
ক্ষয় নেই তার আর কোনো শক্তি হতে!
কোনো  নারী?  না! না! না!না!
অসম্ভব? হা! হা! হা! হা!


স্বর্গরাজ্য উৎপীড়নে অবিরাম তার,
দেবতার সুখ নীড়ে হলো অত্যাচার!
অনুচিত কর্ম বলে হবে না তো জয়,
শক্তি বলে লড়ে কেউ, জ্ঞান দিয়ে কেউ
করে পরাজয়!


জ্ঞানযোগ হতে আর- শ্রেষ্ঠ যোগ নেই!
অবধ্য ক্ষমতা দেবী- বধে অচিরেই!


তাং- ১১/০৭/২০২০ ইং