একদিন দিয়েছিলে সকলি তোমার,
অমূল্য জীবন এক বিলিয়ে অপার।
লালন-পালনে কোনো খেদ নেই মনে,
সাজালে আপন বাগ সব ধনে জনে।


মক্ষিকারা ঘিরে ছিলো তব চার-দিকে,
চুষে নিলো পুষ্পরস অনুক্ষণ ফিকে!
সময়ের বেড়ি বাঁধ পেরিয়ে তখন,
মধু সুখ ভুলে যায়- মক্ষিকা এখন।


ভেবেছিলে এ ধরায় ডাল-পালা যারা,
মায়ার বন্ধনে বুঝি আবেষ্টক তারা।
কতো সুখ নিয়ে ফিরে বিরল সুযোগ,
কার তরে রেখে দেয় ঐশ্বর্যের ভোগ!


যারা আজ একা-একা মধুচক্ৰ বুনে,
প্রতিরুদ্ধ হবে তারা সুদাসল গুনে।
স্বত্ব ত্যাগী প্রত্যাৰ্পণ সঞ্চিত আধারে,
কে পারে দুর্লভ দাতা হতে ভব পারে!


তাং- ২৬/০৮/২০২০ ইং