নীলাকাশে সোনালি সূর্যটা ঢাকা পড়ে
অতিশয় কালো মেঘের আড়ালে,
প্রবল বাতাসে ধূলিকণা উড়ে এসে
চোখমুখ অন্ধকার করে দিলে।


আকাশে মেঘের তর্জনগর্জন শুরু
প্রকৃতির চিরায়ত জের ধরে,
বর্ষণের গতিবেগে শীঘ্র জলমগ্ন
স্থলপথ জলপথে গেলো ভরে।


নিমজ্জিত পথেঘাটে ভ্রান্ত পথিকের
একটু অসতর্কতায় বিপদ,
হয়তো ম্যানহোলে নয়তো নর্দমার
নালায় হাত-পা ভাঙার যে ফাঁদ।


মানবীয় চাতুরীর হাত অসহায়
এই প্রকৃতি সৃষ্ট খেলার কাছে,
স্রষ্টার করুণা ভিক্ষা অদ্বিতীয় শক্তি
মানুষের কৃষ্টির ভূমিকা মিছে।


তাং - ১১/০৬/১৮