কাতান শাড়িতে তোমাকে মানাবে বেশ,
মনে মনে কল্পনায় আঁকতে থাকি ছবি!
রক্তবর্ণ শাড়ি পরা অবয়বে তোমার ঐতিহ্য,
ঠিক করে নিলে এ ধরার ছন্দ!


আমি মিল খুঁজে পাই পুজো পুজো গন্ধে,
আহা! কতোদিন পর তোমাকে দেখবো!


তোমার সাত রঙের সাজসজ্জা!
আমায় আবার নব শক্তি দান করে।
আমিও তাল খুঁজে পাই বেতাল জগতে,
নিরানন্দের আধারে একটু আনন্দ!


আগমনী সুর সব দেয়,
নিয়ে যায় যাতনার মর্মপীড়া!
ভালোবাসায় উঠুক ভরে আজ সাম্যের অবনি,
আবার বাজুক নীলাচলে জয়গান!


তাং- ১৮/১০/২০২০ ইং