শঙ্কায় গভীর রাতের ঘুম ভাঙতে পারে
সুখস্বপ্ন ধরা দিতে না ও পারে,
সংশয় তাড়াতে হবে জীবনের খেলাঘরে!


কেউতো আসেনি থাকতে এখানে,
জীবন মোমের পুতুলও নয়!
আস্বাদের সাথে তিক্ততার
অভিজ্ঞতা নিতে হয়!


শুধু নিরাপদ জীবনের তরে
বিধাতাকে কতো স্মরে!


মুক্তির আনন্দ পেতে- হন্য হয়ে মন
খুঁজে ফিরে কতো সুখ এদিক-ওদিক।
মোকাবেলা করে যেতে হবে
সংগ্রামের আছে যতো দিক!


মোক্ষ লাভের চরম স্বাদ মেলে
সাহস আর বিশ্বাসে!


তাং- ২২/০৬/১৯ ইং