অভিমানের খাতায় দেখি সরষে ফুল,
এ সংসারে কেউ ফ্যালনা না- এ ভাবনা যে
শুধু এক মহা ভুল!
কেউ করে গোলাপের চাষ,
কেউ আনে কামিনী আভাস!
সাধে কেউ ভালবাসা,
কেউ বিলায় সুগন্ধি খাসা!
তোমাকে হননে যারা,
অন্য কেউ- তাকে তাড়া!
সবারে সবার তরে পার্থিব জীবনে,
মহামারি নয় আজ- মানবিক পণে!


তাং- ০৭/০৭/২০২০ ইং