আকাশে হাজারো তারা দেখে খুশি
হয়েছিলাম সেদিন,
উজ্জ্বল নক্ষত্র খুব জ্বলজ্বলে
দৃশ্যমান সহজেই।
হৃদয়ের কথাগুলো ডানা মেলে
ছড়িয়েছিল আকাশ জুড়ে,
চাঁদের আলোয় আলোকিত শব্দগুলো
দীপ্যমানে মন কাড়ে।
ভূমণ্ডলে সাড়া জাগিয়েছে
একটি নক্ষত্র বিজয়ীর বেশে,
চন্দ্র,তারা অবাক দৃষ্টিতে
শুভ সম্ভাষণে!
সেই নক্ষত্র অকাতরে দিয়ে গেল
বেঁচে থাকার রসদ,
অজস্র শব্দের কথামালা, সুরের ঝংকার-
পৃথিবীতে চিরকাল বেঁচে রবে
এই সৃষ্টি স্ব মহিমায়।
যা বিলীন হওয়ার নয়!


তাং- ০৭/০৮/১৯ ইং