নির্মল আনন্দে ভরা তোমার এ মন,
কতো যুগ পরে এলো মিত্র সন্ধিক্ষণ।
খেলার শৈশব সাথি কে কোথায় আজ?
ছিন্ন হয়ে আছে বলে খুঁজে চিত্ত রাজ!


আকাশের নীহারিকা দৃশ্যত এবার,
মহানন্দে ভরে গেল এ বক্ষ আমার!
বত্রিশ বছর পর সহসা বিস্তার,
মেলে ধরে একজন ডানা খানি তার।


শৈশব মাতিয়ে রাখা সুখ পাখি তুমি,
স্মৃতি কথা বলে গেলে অনর্গল চুমি।
এ এক জনম পার করে বেলা শেষে,
গেয়ে গেলে শুদ্ধ স্বরে গান ভালোবেসে।


এমন সুহৃদ শিল্পী ধন্য আমি পেয়ে,
ফেলে আসা রত্ন ঝাঁপি দেখে যায় চেয়ে।
আবার সাজাবো সত্তা অতীতের মতো,
একে একে ফিরে এসো বাল্য বন্ধু যতো।


তাং- ২৫/০৭/২০২০ ইং