কেমন করে চুপটি থাকো নিরালা এক কোণে ,
রাজ্য জুড়ে এলো যে ঝড়
টের পাওনি শোনে!


উঁকি মেরে যাও তো দেখি এ পাড়া ও পাড়া,
চলছে দেখ হিসেব তোমার
কর্ম বিনা খাড়া!
শূন্য বনে পূর্ণ করে গাছগাছালি যারা।
ফলের দেখা পাবে কি আর
সুসময়ে তারা!
মসনদেরই আসন খানি পাতা আছে খালি,  
শেষ বিকেলের চাঁদ এসে তাই
পাবে যে হাততালি।


এমন ভাগ্য ক'জনের হয় বলতে পারো তুমি,
বিনে মেঘে বৃষ্টি কি আর
ফল দেবে আজ ভূমি!


তাং- ০২/০৮/২০২০ ইং