প্রতিবাদ হৃদয়ের স্বতন্ত্রতা
       থেকে জন্ম হয়,
এটি কারো প্রভাবান্বিত
      তথ্যগত নয়;
একান্ত আত্মার মতামত,
   আপনা দ্রষ্টার নিগূঢ়  
মাপকাঠির পথ !


বিরোধিতা প্রকটভাবে
    শক্তি লাভ করে
তার অন্তরাত্মার শুদ্ধাচারে;
    ঐশ্বরীক হাত মনের অজান্তে লয় হয়
তাঁর নিয়মাধীন নিয়ন্ত্রণে; তথা
পারমার্থিক সুখ হয়ে।


তাং- ০৩/০৫/১৮