আমাদের নিধিরাম ফিটফাট কভু,
সারাদিন অহেতুক আড্ডাতে প্রভু।
মন নেই কাজে তার ফাঁকা বুলি শুধু,
এই পাড়া ঐ পাড়া ঘোরাঘুরি ধুধু!


মেট্রিকে তিনবার ফেল করে গেলো,
মা-বাবার গালাগাল যতোসব খেলো।
মনোযোগ দেয় পাঠে পাশ হবে বলে,
কিছুদিন নিমগ্নে পড়ালেখা চলে।


বন্ধুরা এসে বলে কী হবে এ সবে,
চল গিয়ে খেলি তাস পড়া রাখো তবে।
মন তার উডে চলে পাখিদের মতো,
ভোলামন ভুলে যায় প্রতিজ্ঞা যতো!


একদিন হলো তার সুবুদ্ধি মনে,
জীবনের বিধি মান খুঁজে পায় পণে!
উপকার করে যায় সমাজের তরে,
স্বীকৃতি দেয় আজ জাতি কুল ওরে।


জয়ধ্বনি সব দিকে সংসারে তার,
অধঃপাত সাথি সব সৎপথে পার!
মানুষের কল্যাণে করে যারা কাজ,
স্মরণীয় হবে তারা মানবের তাজ!


তাং- ২৭/০৭/১৯ ইং