পথচারী চলে তার গন্তব্যে যখন,
নিরাপদে পৌঁছে যাওয়া লক্ষ্যে থাকে পণ।
সহসা দুর্ভোগে পড়ে অবিদিত হেতু,
অগ্র পথে দেখে তার নেই কোনো সেতু!
সেখানে নাগাল পাওয়া হলো না যে তার,
সব দিকে বন্ধ পথ কোথা যাবে আর?
ক্ষুধার নিমিত্তে যার অবিরাম চলা,
অবরুদ্ধ কর্ম পথ- কাকে হবে বলা?


যে দিকে তাকাই পথ কাঁটা দিয়ে ঘেরা,
অশনি সংকেতে এক মোড়া আগাগোড়া!
শ্রমিক মজুরি আজ কর্মহীন হয়ে,
অন্ন ছাড়া খালি পেটে দুঃখ-কষ্ট সয়ে।
দুর্দশার সীমা থেকে বের হওয়া দায়,
উপার্জন নেই বলে অতি নিরুপায়!


তাং- ২৪/০৪/২০২০ ইং