আষাঢ়ের ঢেউয়ে ঢেউয়ে ভেসে গেছে সব জনপদ,
রজনীর হাত ধরে গিলে নেয় সহায়-সম্পদ!
দানবেরা রেখে যায় তবু কিছু স্মৃতি চিহ্ন তার,
এ এক পাগল চলা তটিনীর বিচ্ছিন্ন বিস্তার।
দেখে না বাদশা আর ফকির মধ্যম,
নিমিষেই অথৈ জলে হত নিরুদ্যম।
কালের করাল গ্রাসে নিপতিত লোকালয় যত,
চিরচেনা পথ আজ পথিকের ভুলো মনে ক্ষত।
বেঁচে থাকা জীবনের কতো স্বপ্ন জাগে,
পারে বসে ধূলো কণা অঙ্গে তার মাগে!


তাং- ১৬/০৭/২০২০ ইং