ভাত ছিটালে কাকের অভাব হয়নি,
ঠিক আছে মানি!
যার আছে তার কাছে- বুদ্ধি, যুক্তি
সবই সহজ মনে হয় জানি !


পনেরো টাকার রিক্সাভাড়া
একশো টাকা দিয়ে চলে গেলো;
নব্য ধনী বলে মনে হলো !
রিক্সাওয়ালাও বিষম খুশিতে-
তার সংবিধানে বিল পাশ দিলো !


উঠলেই একশত টাকা!
এখন মানি না ন্যায্য ভাড়া,
হেঁটে যাক গরীব লোকেরা!


বিত্ত ও বৈভবশালী লোকের কারনে-
নিয়ম যে ভঙ্গ;
সাধারণ মানুষের যত স্বপ্ন সঙ্গ!


নিয়ম ঠিক রেখে চলা উচিত;
ধনী ও গরীব ভেদাভেদ অনুচিত!
সবাই সবার জায়গায় ঠিক থেকে
চলবে সৎ ও সঠিকে ...!


তাং - ২৭/০২/১৮