ওই আমার আর হিসাব মেলে না রে বন্ধু
মানুষ চিনেও চিনতে পারলাম না রে বন্ধু
আমার আছে কত বাকি আর কত পাওনা
আজন্ম হিসাবে আমি একটু বড়ই কাঁচা কিনা

কোনো দিন চিনতে পারলাম না রে বন্ধু
কে হয় আসল আর কে হয় নকল
কে দেয় ষোলো আনা আর কে দেয় নকল সোনা
গুরু আমায় চিনায় আসল নকল সোনা

গুরু চিনায় কে হিরা আর কে কয়লার টুকরা
সামান্য কি হয় এই মানব জীবনটা
কর গুনে গুনে মিলিয়ে দেখ না হিসাবটা
ওই আমি গুরু বিনে মানুষ না চিনে
যেদিন ভবের হাটে খেলাম ধোঁকা
আমার চোখের ঘোর গেল না

ওই আমার দিন বয়ে যায় তবু আজ‌ও
আমার আর হিসাব মেলে না রে বন্ধু
মানুষ চিনলেও মনের মানুষ চিনতে পারলাম না
মিলবে কি আর এ গোলোক ধাঁধা রে বন্ধু
মিলবে কি আর এ গোলোক ধাঁধা