মানব জীবন নদীর মতন
শুধু মোহনার দিকে বয়ে চলা
কখনো ধীর স্থির কখনো খরস্রোতা
কখনো জোয়ার কখনো ভাটা
নদী এপার গড়ে ওপার ভাঙ্গে


এই নদী মাতৃক দেশ আমার
ভালো লাগে নদী পাড়ের হাওয়া
ভরা বর্ষায় যেমন ঢেউ ওঠে তুমুল
প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায় দুকূল
শীতকালে হাঁটু জল থাকে


নদী যেমন বয়ে চলে নুড়ি কাঁকর বালি
হাঁসি কান্না প্রেম ভালোবাসা আবেগ
সুখ দুঃখ নিয়ে তেমন মানব জীবন
শুধু জলের স্রোতের মতন বয়ে চলা
শুধু মোহনার দিকে ভেসে যাওয়া


কিন্তু নদী যদি হারিয়ে ফেলে আপন গতি
যেমন সহস্র শৈবাল বাঁধে আসি
কচুরিপানায় ঢেকে যায় নদী
পন্কিলতায় ভরে যায় তলদেশ
নদী শুকিয়ে হয়ে যায় মরুভূমি


একদিন হঠাৎ যদি থেমে যায় জীবন নদী
একদিন যদি তিরে এসে ডুবে যায় তরী
তবে কি আর মিলবে মোহনা কোনোদিন
তবে কি আর মিলবে সাগর কোনোদিন
মিলব কি আবার সবাই একদিন সাগরে