সব মানুষেরই মানুষ বলে একটা পরিচয় আছে
জল আকাশ পাতাল বিজয়ী জগতের শ্রেষ্ঠ জীব
ঈশ্বরের অমূল্য দান এই মানব জনম
সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই
মানুষ হয়ে মানুষের সেবা করাই মানব ধর্ম
তাই মানুষের ব্যবহার‌ই মানুষের পরিচয়


আমরা সবাই যদি কাম ক্রোধ লোভ লালসা স্বার্থ
হিংসা বিদ্বেষ বিভেদ বিচ্ছেদ ভুলে গিয়ে
নিজেই নিজের আচার আচরণ ব্যবহার ঠিক রেখে
নিজেই নিজেকে যদি সংযত করে চলতে পারি
তাহলেই মানুষে মানুষে আর এত মতবিরোধ হয় না
তাহলেই আমরা সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারি


আমরা সবাই যদি মা বাবা আত্মীয় স্বজন বন্ধু
জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সেবায়
নিজেকে নিয়োজিত করতে পারি
যদি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি
যদি নিপিড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি
তাহলেই মানুষের আর এত দুঃখ দুর্দশা থাকে না


আমরা সবাই যদি সৎ ও ধর্মের পথে চলতে পারি
শান্তি ও অহিংসার পথে চলতে পারি
সাম্য ও ঐক্যের পথে চলতে পারি
সমন্বয় ও মিলনের পথে চলতে পারি
প্রীতি ও ভালোবাসার পথে চলতে পারি
তবেই আমরা নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারি


          ____________