সমাজে সব মানুষের যার যার পরিচয় আছে
যেমন মাস্টার ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমিক
বড়লোক ছোট লোক ধনীলোক গরীবলোক
কামার ছুতোর সুইপার ব্রাহ্মণ নাপিত
সাধু চোর পবিত্র অপবিত্র বেশ্যা পতিতা
যিনি সমাজের সেবা করেন তিনি সমাজসেবক
যিনি ঈশ্বরের সেবায় নিয়োজিত তিনি ধর্ম প্রচারক
জাতপাত ধর্ম নিয়ে যাঁরা দাঙ্গা ঘটায় তারা সন্ত্রাসবাদী


তবে সমাজে সকল শ্রেণীর মানুষের প্রয়োজন আছে
সকলে মোরা সকলের তরে প্রত্যেকে মোরা পরের তরে
তাই সবাই যদি নিজের নিজের পরিচয় বুঝে
সবাই যদি একে অপরের প্রয়োজনে
একে অপরের বিপদে আপদে
ভক্তিভরে সহমর্মি হ‌ওয়ার চেষ্টা করি
তাহলেই মানুষে মানুষে এত বিভেদ হয় না
কারণ নিজে ভালো হলে তবেই জগৎ ভালো হয়
                ___________