ছোটবেলায় রচনা লিখেছিলাম
যুদ্ধ নয় শান্তি চাই
ইতিহাসে পড়েছিলাম যুদ্ধের কথা
একদিন সার্বিয়ায় গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে
এক জাতির প্রতি অন্য জাতির শোষন বিদ্বেষের কারণে  
যে বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ
এক দিকে অস্ট্রিয়া জার্মানি অটোমান সাম্রাজ্য
অন্যদিকে বিপুল শক্তিধর ফ্রান্স রাশিয়া ব্রিটেন সার্বিয়া
উপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ
শক্তির দম্ভে অন্যের উপর আধিপত্য বিস্তারের যুদ্ধ
শক্তির বহরের প্রতিযোগিতার উত্থানে ভীত হয়ে
শক্তির দম্ভ হারিয়ে ফেলবার ভয়ে ভীত হয়ে
উপনিবেশিক আধিপত্য হারিয়ে ফেলবার ভয়ে
এক দেশ অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে  
যে বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ সাধারণ মানুষ মারা যায়  


তবুও কিছু দিন বাদে আবার বিশ্বযুদ্ধ পরিস্থিতি
ইতিহাসের সব থেকে ভয়ন্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ধ্বংসাত্মক পরমাণু বোমের যুদ্ধ নির্বিচারে গণহত্যা
যে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে ৩০-টির বেশি দেশ
মারা যায় আরও কোটি কোটি মানুষ


যুদ্ধ যে প্রচুর ক্ষয়ক্ষতি ডেকে আনে
কোটি কোটি মানুষের প্রাণ যায়
তাই সাধারণ মানুষ যুদ্ধ চায় না
তাই সাধারণ মানুষ একটু শান্তি চায়


তবু আজ আবার আধুনিক বিশ্বযুদ্ধ পরিস্থিতি
বিস্তারবাদ পুঁজিবাদের শোষন চলেছে আজ‌ও
যুদ্ধবাজ মানুষ গোলাবারুদে অস্ত্র ভান্ডার ভরাতে ব্যাস্ত
কিছু মানুষ অর্থের ক্ষমতায় বলিয়ান হয়ে
সাধারণ মানুষের শক্তিতে বলিয়ান হয়ে
নির্বিচারে গণহত্যা করে চলেছে
তাই আজ আবার তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি


একদিকে ভারত পাকিস্তান চীন
এক টুকরো জমির জন্য লড়াই চলছে দীর্ঘদিন
অন্যদিকে ইরাক ইরান ইজরায়েল
একদিকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আমেরিকা
আজ‌ও কেউ পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে
আজ‌ও কেউ নিজের শক্তির দম্ভে বলিয়ান হয়ে
         নিজের শক্তির বহর বাড়িয়ে চলেছে
আজ‌ও অন্যের উপর আধিপত্য বিস্তারের চেষ্টায়
কেউ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে মারন ভাইরাস
তাই দীর্ঘদিন ধরে হয়ে চলেছে শক্তির লড়াই
তাই আজ আবার তৃতীয় বিশ্ব যুদ্ধ পরিস্থিতি
তাই আজ আবার তৃতীয় বিশ্ব যুদ্ধ আসন্ন


যুদ্ধ হলে যে কোটি কোটি মানুষ মরবে
শত শত বাড়ি জ্বলবে গাছপালা জ্বলবে
কত শিশু কত নারী সেই আগুনে জ্বলে পুড়ে মরবে
কত পশু কত পাখি কত জীব জ্বলে পুড়ে মারা যাবে
তাই যুদ্ধ নয় শান্তি চাই
তাই যুদ্ধ নয় শান্তি চাই
           ______________