নদীর পাড়ে বসে ভাবি সারাদিন
আমার শালগাছ কত বড় হয়েছে আজ
ফুল কুড়িয়ে এনে লাগিয়েছিলাম
আজ কত পাখি উড়ে এসে ডালে বসে
পাখীর কলরব শুনতে ভালো লাগে
মাছের ঘুরাঘুরি দেখতে ভালো লাগে


বসে বসে ঝিম ধরে গেছে হাতে পায়ে
তবু আজও আশায় বুক বাঁধি
এই নদী এই আকাশ
এই বাতাস সব কিছু আমার
তবু কেন মনে হয় যেন কিছু নেই আমার
তবুও মন কেন শুধু কাঁদে?


নদীর পাড়ে গাছের গুঁড়িতে মাথা দিয়ে
ভাবতে ভাবতে বেঁকে গেছে শিরদাঁড়া
কখনো কখনো নূয়ে পড়ছি মাটিতে
সাদা বকের মতো আর কত দিন
একপায়ে স্থির ও নিঃশব্দ দাঁড়িয়ে
মাথা উঁচু করে থাকা যায়?


নদীর পাড়ে বসলে চোখ যায় নীল আকাশে
নীল আকাশে পাখি ডানা মেলে ওড়ে
ভেসে আসে সাদা মেঘ
সাদা মেঘ কালো হয়
ঠান্ডা বাতাস কালো মেঘ উড়িয়ে নিয়ে যায়
আকাশ আবার পরিষ্কার হয়


নদীর পাড়ে বসে কতদিন সন্ধ্যা নামে
গোধূলির রুপোলি চাঁদ ওঠে
রাতের আকাশে তারা গুনি
চাঁদের সঙ্গে হাটি নদীর পাড় ধরে
চাঁদ কখন মিশে যায় নদীর জলে
নদী বয়ে চলে নুড়ি কাঁকর বালি


নদীর পাড়ে বসে ভাবতে ভাবতে
আমার দিন যায় রাত যায়
একদিন সময় আসবে
একদিন উড়ে যাব আকাশে মেঘ হয়ে
বৃষ্টি হয়ে নেমে আসব পৃথিবীতে
মিশে যাব আবার নদীর জলে
                    ___________