আমরা একবিংশ শতাব্দীর মানুষ
ফিফ্‌ট জেনারেশন খেলাধুলা বিনোদন
এখন গোটা জগতের খবর আমাদের পকেটে
খবর পৌঁছে দিতে ছুটে যেতে হয় না মাইল মাইল পথ
আজ ঘরে বসেই আমরা বাজার সেরে নিতে পারি
স্কুল কলেজ অফিস আদালত


পৃথিবী দেখার জন্য আজ আর বাইরে যেতে হয় না
পৃথিবী ছেড়ে নিমেষেই চাঁদে পৌঁছে যেতে পারি
পাড়ি দিতে চাই মঙ্গল গ্রহে শনি গ্রহে প্রাণের খোঁজে
আমরা পৌঁছে যেতে চাই অসীমে
আমাদের মতো আর কে আছে


মানুষরূপী ভগবানের মতো আমরা
মৃত মানুষকে বাঁচাতে চেষ্টা করি
কাউকে মারার জন্য আজ শক্তির দরকার হয় না
নিমেষেই মেরে ফেলতে পারি লক্ষ লক্ষ মানুষ
নিমেষেই ধ্বংস করে দিতে পারি গোটা পৃথিবী
আমাদের মতো আর কে আছে?


আমাদের এই সুন্দর পৃথিবী সুন্দর মানুষ জীবন
সব কি বিজ্ঞানের দান না ভগবানের দান?
ভগবানের দান না মানুষের দান?
ভগবান যেমন আপন সৃষ্টি কর্ম করে চলেছে
তেমনি আমরাও সৃষ্টি করে চলেছি নতুন নতুন উদ্ভাবন
আমাদের মত আর কে আছে?


ভগবানের রথের চাকা যেমন থেমে থাকে না
সভ্যতার গতিও তেমনি থেমে থাকে না
ভগবানের রথের চাকায় যেমন পৃথিবী পিষ্ট হয়
তেমনি কোনো এক মানুষরূপী ভগবানের নির্দেশে
মূহুর্তেই ধ্বংস হয়ে যেতে পারে
                   আমাদের সুন্দর পৃথিবী
               ________