ওরে মন থেকে যদি ডাকতে না পার
ওরে যদি ভক্তিভাবে ডাকতে না পার
ওরে যদি শ্রদ্ধাভাবে ডাকতে না পার
তাহলে কি আর পাবে হরির দেখা
ভেবে দেখো মন নিজ মনে মনে


ওরে ভেবে দেখো মন নিজ মনে
ঘর বাড়ি মামলা মোকদ্দমা জেতার আশায়
শুধু সুযোগ সুবিধা লাভের আশায়
যারা প্রার্থনা করে হরির মন্দিরে
তারা কি আর সবাই হরির দেখা পায়


ওরে মরার সময় হরির নাম নিলে
হরি কি আর শুনবে তাদের কথা
তাই হরিকে পেতে চাইলে আগে
সঁপে দিতে হবে নিজেকে তার পায়
এক মনে ডাকলে তবেই তাকে পাওয়া যায়


হরিকে পেতে চাইলে আগে শোধন জানতে হবে
হরির সাধন জানতে চাইলে ভজন জানতে হবে
তাই সময় থাকতে নিজেকে মন শোধন কর
ন‌ইলে কোনো দিন হরির সাধন হবে না
ভেবে দেখো মন নিজ মনে ভেবে দেখো
          ________