তুমি কি শুনতে পেয়েছ পশু - পাখির অজস্র কান্না
স্বজন হারা প্রিয়তমা র , স্বজন হারানোর বেদনা |
তুমি কি বুঝতে পারো , বন্দি বিহঙ্গের , কিছু না বলা কথা ,
উড়ে যাওয়ার স্বপ্ন , চোখের নিশান কোণে আঁকা |


মুক্ত আকাশ , মুক্ত বাতাস , তবুও পরাধীন ভাবে বেঁচে থাকা ,
কখনো আবার , নিজেকে উৎসর্গ করে , অন্য কে সুখে রাখা |
যে গাভীর দুধের , শিশুর মিটল পিপাসা
তাহারই কেড়ে নিয়েছ জীবন , করেছ প্রতি হিংসা |
ক্ষুধার্ত ব্যক্তির , চিৎকার করে বলা ,
রাজ দরবার তালা ভাঙ্গ , আমাকে দিতে অন্নের থালা |
এসব নিয়তি আর ,বিধাতার বিধান বলে , বড় বড় বুলি বলা ,
হে মেঘ বালিকা , কবে বুজবে তুমি , আমার এই চাপা কান্না |


দূর থেকে কে যেন বলে, চলেছে একা ,
পাস থেকে শুনেছিলাম , ঘাসে ছিলাম ঢাকা |
মেঘ বালিকা কিছুই বললো না  , উত্তর হয়তো ছিল না জানা ,
শুধুই শুনতে পেলাম , মেঘ বালিকা কহিল ,
  - " এত কিছু ভাবার কি আসে ব্যাটা " |


আমি যন্ত্র নই , আমি দানব নই , আমি হবো মানব , মন দিয়াছে সাঁই ,
হিংসা  - বিদ্রূপে ভুলে গিয়ে , এস মানবতার গান গাই |