পাকা আমের গন্ধ যেন
জিভে আনে জল,
ভক্ষণেতে শরীর মনে
বাড়ায় সবার বল।
আমের কদর সবার কাছে
বাদ পড়েনা কেউ,
আমকে ঘিরে নানান স্মৃতি
মনে তোলে ঢেউ।
আমের কথা পড়লে মনে
খুশির উদয় হয়,
তৃপ্তি করে স্বাদ নিতে চায়
ভুলে সকল ভয়।
আমের গন্ধে পাগলপারা
মুগ্ধ করে রূপ,
পাখিরাও চায় ঠুকরে দিতে
না থেকে আর চুপ।
সবাই চাইছে একটু পেতে
আমের মধুর রস,
আম মাখার ঐ গন্ধে হলো
হৃদয় সবার বশ।