কে যে আসল, কে যে নকল
ভাবিসনে তার সন্ধ্যা-সকাল।
আজ যে সাধু, কাল সে চোর,
হারাসনে তোর মনের জোর।
লাল, সবুজ, গেরুয়া,
কিছুতেই নেই ভরসা।
আজ যার নাই কোন আসন
কাল সে পাবে সিংহাসন।
রাজনীতি যে গোলমেলে,
বিশ্বাসঘাতকতায় তার প্রমাণ মেলে।
রাবণে রাবণে যুদ্ধ হবে,
রামকে বল কোথায় পাবে ?