জীবনের দিনগুলি কেটে গেল মিছে ,
হিসেব হয়নি রাখা গেছে তারা দূরে ।
যতই ছুটিনা কেন সময়ের পিছে ,
আসবেনা তারা আর এ জীবনে ঘুরে ।

বৃথাই ভ্রমিছি মোরা সুখ মোহে পড়ি ,
সুখ কভু নাহি পাই এ ভূবন মাঝে ।
সদাই এগিয়ে চলে মহাকাল ঘড়ি ,
উপনীত হই মোরা জীবনের সাঁঝে ।

ভালোবাসা হৃদয়ের আপনার ধন ,
জাগায়ে অন্তরে তারে জপ ইষ্টনাম ।
স্বার্থ লাগি ভালোবাসা ভরায় না মন ,
প্রকৃত ভালোবাসারে জানাই প্রণাম ।

ভালোবাসা জন্ম দেয় উজ্জ্বল রতন ,
তারে তুমি করো সদা ভীষণ যতন ।