সময়ের স্রোতে বয়ে চলেছে জীবন ,
জীবনের মূল্য বাড়ে ভালো কাজের কারণ।
জীবনে এমন দৃষ্টান্ত করিও স্থাপন ,
মরণের পরেও যেন তোমার জীবন করে অন্যের হৃদয় হরণ।


বাঁচিবে তুমি এজগতে অন্যের তরে ,
সেইহেতু পালিবে নিজের জীবন অতি যত্ন করে ।
পাপে ভরা পৃথিবীতে জেনো পাপ সাজানো
রয়েছে থরে থরে ,
ঢুকতে পারে সেই পাপ তোমার পূণ্যের ঘরে।


নিজের জীবন যারা বিলায় নিভৃতে,
তাদের অবদান থাকে জেনো জীবনের অগ্রগতিতে।
আবেগের বশে হোক বা ব্যর্থতার গ্লানিতে,
কখনও যাবেনা তুমি নিজের অমূল্য জীবন ত্যাজিতে।
বাঁচাও নিজের অমূল্য জীবন ধরণীর সুখ বাড়াতে।