শরৎ প্রাতে হাওয়ায় ভাসে শিউলি ফুলের গন্ধ,
মনের দুয়ার দাও গো খুলে রেখোনা আর বন্ধ।
নীল আকাশে চলছে ভেসে সাদা মেঘের দল,
আশ্বিনের আঙিনায় নামে উৎসবের ঐ খুশির ঢল।
নদীর তীরে কাশের মেলা আকাশ গাঙে চিল,
বর্ষার সাথে এই প্রকৃতির নেই তো কোনো মিল।
হৃদয় মাঝে বাজছে সদা আগমনীর সুর,
উমা আসছে বাপের বাড়ি নয় সে বেশি দূর।