ব্ল্যাকফাঙ্গাসের হচ্ছে যখন বিস্তার ,
তখন কিভাবে পাই বলো নিস্তার ?
করোনা ভাইরাসের বাড়াবাড়ি,
সাথে ব্ল্যাকফাঙ্গাসের বাহাদুরি ,
মানুষের বুঝি খাটবেনা আর কোনো জারিজুরি ।
নয়নে আঁধার ভরিয়ে দিতে ,
প্রিয়জনেরে ছিনিয়ে নিতে,
ব্ল্যাকফাঙ্গাস আসছে ধেয়ে ।
প্রাণ বুঝি যাবেনা আর রক্ষা করা
অতিমারির এই যুগে ,
ভাইরাস আর ছত্রাকের রোগে ভুগে ।
এইভেবে আজ আতঙ্কে প্রহর কাটে ,
করোনা সনে শরীরে যদি ব্ল্যাকফাঙ্গাসের
প্রবেশ ঘটে ।