রাখিতে প্রকৃতির সাদর আমন্ত্রণ, ঋতুরাজ বসন্তের হয়েছে আগমন ।
তারে জানাতে সম্ভাষণ, প্রকৃতি বুঝি আজ রাখেনি কোনো বারণ ।
মহীরুহ শাখে নব কিশলয়, আকাশের নীলে সবুজ ছড়ায় ।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার লাল রঙে, প্রকৃতি সেজেছে কি অপরূপ ঢঙে ।
বৃক্ষ শাখে নব কিশলয় মাঝে, শুনিতে যে পাই মুহুর্মুহু ,
মধুর সুরে কোকিল-কোকিলা বোল তুলেছে কুহু।
বসন্ত জোছনার আলোক প্লাবনে,
সমীরণ সনে এসেছে দারুণ সুবাস,তাই যেন পাই ঘ্রাণে ।
আজি এ বসন্তে, ফের আরবার জাগুক যৌবন,বিশ্ব বাসীর মনে ।