কত রোদ ঝড় জল একাকী সয়ে,
ধরিত্রী বুকে শিকড়ের জাল বুনে,
মাথা উঁচু করে তুমি বটগাছ আছো যে দাঁড়িয়ে।
তপ্ত দুপুরে কত পথিক তোমার ছায়ায়
শান্তির ঠাঁই খুঁজে পায়‌।
পাখিরা সব তোমার পাতায়
নিরাপদ ভেবে ডিম পেড়ে যায়,
তোমার ডালে সুখের নীড় বানায়।
তোমার কান্ড হতে নেমেছে ঝুরি
দৃঢ়তা পেয়েছে তোমার গুঁড়ি।
বয়সের কোনো হিসেব না রেখে
কত ইতিহাস সঙ্গে নিয়ে
জেগে আছো তুমি দৃঢ়তাকে সঙ্গী করে।
মানুষেরা মনোবাঞ্ছা করতে পূরণ,
তোমার কাছে নেয় যে স্মরণ।
তুমি তো সেই মহান বটবৃক্ষ,
যুগ যুগ ধরে ভাগ করে নিয়েছ
কত মানুষের সুখ-দুঃখ।