একদিন তুমি উল্লসিত চিত্তে ,ভেঙেছিলে অন্যের ঘর।
সেদিন  ভেঙে অন্যের ঘর,গড়েছিলে তুমি নিজের গড়।
বোঝনি তুমি ঘর হারাবার ব্যথা ,শুনিয়েছ যতসব কুকথা ।
ক্ষমতার লোভে ছিলে তুমি অন্ধ ,ভাবনি কভু ভালো মন্দ।
সবারে তুমি করে নগণ্য ,নিজেরে দিয়াছ প্রাধান্য।
গড়েছিলে তুমি এক তাসের ঘর,অন্যেরে করে অনাদর।
আজ ভাঙলো যখন নিজের ঘর , চাইছ দিতে অন্যকে কদর।
এ আবার কেমন তোমার ভ্রষ্টাচার ?
তোমার দেখানো পথের পথিক যারা ,আজ তোমারেই তারা করেছে দিশাহারা।
অপরের ঘর জ্বালাবার আগুন , দেখ দিচ্ছে কেমন তোমায় ছ্যাঁকা।