যেদিক পানে চাই, দেখি ভেজাল বুনেছে জাল।
মাছ, মাংস, ডিম,দুধ, সব্জী হোক বা চাল,
সব হয়েছে ভেজাল।
এসব খেয়ে শরীরটা আজ হয়েছে যেন বেহাল।
বাতাস আজ হয়েছে ভেজাল,
শ্বাস-প্রশ্বাস চালাতে প্রাণীকূল হচ্ছে বেসামাল।
ওষুধ ভেজাল, ডাক্তারি পরীক্ষা ভেজাল,
মানুষ এখন তাই বড়ই নাজেহাল।
স্কুল কলেজের ডিগ্রি ভেজাল,পরিচয়পত্র ভেজাল,
ভেজালে ভেজাল, শুধুই ভেজাল।
ভেজালের এই ঘোলা জলে,
অনেক আছে রাঘব বোয়াল।
তাইতো মোরা হচ্ছি নাকাল নিত্য সাঁঝ-সকাল।