কি বিশাল আয়োজন!
কে যেন বিলিছে সর্বক্ষণ,
গ্রহণ কর যার যতটুকু প্রয়োজন।


গায়ে মেখে অরুণ আলো,
ত্যাজিয়া মনের কালো,
নয়ন মেলে এগিয়ে চল।


মাথার উপর মুক্ত আকাশ,
উদার করিতে নিয়াছে প্রয়াস,
সঁপে দাও সেথা দুঃখ হতাশ।


বিমল বাতাস বইছে অবিরাম,
তারে করিয়া গ্রহণ
কর জীবন ধারণ।


কি বিশাল আয়োজন!
কে যেন বিলিছে সর্বক্ষণ,
গ্রহণ কর যার যতটুকু প্রয়োজন।


কুলকুল রবে বয়ে চলে জলধারা,
করিয়া স্পর্শ তারে,
মিটাও এ জীবনের খরা।


ধরনীর এক কোণে,
ভালোবাসা নিয়ে সনে
বাস কর সুখী মনে।


প্রকৃতি দিয়েছে কত খাবার যোগান,
তারে না করিয়া অপচয়,
আহারের লাগি কর আহরণ।


কি বিশাল আয়োজন!
কে যেন বিলিছে সর্বক্ষণ,
গ্রহণ কর যার যতটুকু প্রয়োজন।