সময় যত এগিয়েছে সভ্যতাও এগিয়েছে,
আর এই উন্নত সভ্যতার হাত ধরে এসেছে বিশ্ব উষ্ণায়ন।
বিশ্ব উষ্ণায়ণ দিয়েছে মোদের উষ্ণ পৃথিবী উপহার।
আধুনিক সভ্যতার আসকারায় বেড়েছে গ্রীষ্মের দুর্ব্যবহার।
যতই বাড়ছে বিশ্ব উষ্ণায়ণের দাপাদাপি,
সমুদ্র জলের উচ্চতার হচ্ছে বৃদ্ধি।
বর্ষা, শরৎ, হেমন্ত,শীত হোক বা বসন্ত সকলেরই কদর যেন আজ পড়ন্ত,
এসবই ঘটিয়েছে উন্নত আধুনিক সভ্যতা ও বিশ্ব  উষ্ণায়ণ ।
গাছের পাতা ও কুঁড়ি অকালে যাচ্ছে ঝড়ি,
এর পিছনেও আছে বিশ্ব  উষ্ণায়ণের সুড়সুড়ি।
বসন্তে আজ যায়না তেমন শোনা কোকিলের কুহু কলতান,
দুখে ভরে তাই উদাসী এই মন।
এসবেরই কারণ বিশ্ব  উষ্ণায়ণ,যা মোদের করছে বড়ই নির্যাতন।