জ্ঞানের ভাণ্ডার করিতে পূরণ,
রকমারি স্বাদের বই পড়া নিত্য প্রয়োজন।
বই পাঠে মুক্তির স্বাদ পায় বিমূর্ত সব চিন্তন,
বই পাঠে সম্ভব হয় বিবেকের জাগরণ।
একাকীত্বের সঙ্গী হয়, যদি বই সঙ্গে রয়।
পড়লে বই একমনে ,মন হয় চনমনে।
বইয়ের পাতায় পড়েছে ধরা কত সভ্যতার ইতিহাস,
যার অধ্যয়নে উদঘাটিত হয় অদৃষ্টের পরিহাস।
মন দিয়ে বই পাঠ করো সবে মিলে,
সমাজের আঁধার ঘুচে হবে ঝলমলে।