খোলো চোখ দেখো চেয়ে,
সর্বনাশের জাল রয়েছে সর্বত্র ছড়িয়ে।
যেখানে কোথাও নেই কোন বিশ্বাস,
সেখানে কেমনে পাও তুমি ঝড় থামবার আশ্বাস।
সমাজের বুকে আধিপত্য স্থাপনের প্রয়াস সবার,
বৈষম্যের ঝড় বুঝি থামবেনা আর।
সুখ যে কবে ছেড়েছে সঙ্গ হেথায়,
শান্তি নিয়েছে নীরবে বিদায়।
নিঃশব্দ কান্না বুকের ভিতরে লুকিয়ে রেখে,
কিভাবে তুমি বলো ঝড় থেমে যাবে।
জানি বৈষম্যের ঝড় হয়েছে আগেই শুরু,
বৃষ্টি নামতে রয়েছে এখনও অনেক দেরি।