চেতনাহীন হয়ে তুমি ঘুরেছ অনেক,
এবার তবে দাঁড়াও এসে ক্ষণেক ।
যতদিন তোমার মনে ছিলনা চেতনা,
অনেক দিয়েছ তুমি অন্যেরে যাতনা ।
আজও যদি তোমার না ফিরে চেতনা,
পেতে হবে তোমায় তবে অনেক বেদনা ।
মুখে মুখোশ পরে ,হাত ঘষে স্যানিটাইজারে ,
রক্ষা করো তোমার অমূল্য জীবনটারে ।
দিবা-নিশি বাড়ির বাইরে না ঘুরে অকারণ,
বাড়িতে থাকো দীর্ঘক্ষণ সাথে লয়ে আপনজন ।
জীবন যাপনে আজ হলে সচেতন ,
আবার উড়বে জেনো জীবনের বিজয় কেতন ।