ভরা কটালের টানে ফুলিছে জলতল,
ফুলে উঠেছে নদী হয়ে উত্তাল ।
তারই সনে জুড়েছে ভীষণ ঘূর্ণিঝড়,
তাই বুঝি নদী পেয়েছে আস্কারা কূল ভাঙবার ।


নদী বাঁধে ধরিয়ে ফাটল বয়ে চলে নদী ,
কত গ্রাম ,কত শহর ভাসিয়ে নিরবধি ।
স্রোতের তোড়ে, ভীষণ ঝড়ে মানুষের বাড়িঘর,
ভেঙে হলো সব চুরমার ।
সর্বশান্ত হলো যারা,
কোথায় দাঁড়াবে এভেবে তারা আজ দিশাহারা ।


ঝড় মহামারী মিলে বাড়াবাড়ি,
প্রকৃতি যেন করিছে শাসন সংহার রূপ ধরি ।
সকলে আমরা সকলের তরে, শঙ্কা তবুও পিছু নাহি ছাড়ে ।
সবার প্রার্থনা তাই শান্ত করো হে ঈশ্বর এই
পৃথিবীরে ।