চিরসবুজ ঢেউ খেলানো পাতায় সাজানো তরু,
তোমায় লাগছে বড়ই সুচারু।
তুমি যে পিরামিডাকার দেবদারু,
ছায়া সুনিবিড় পথতরু।


তুমি যে বড় দীর্ঘকায়, সুদৃশ্য চূড়াময়,
বিশ্বাসী যেন নিজ স্বাতন্ত্র্য দৃঢ়তায়।
তোমার উপস্থিতি নয় যে কেবল শোভাময়,
তুমি যে ভরা বিবিধ উপকারিতায়।