সমাজে আছে যত রাঘব বোয়ালের দল ,
মানুষের সাথে করে কতরকমের ছল ।
কখনো পেতে রেখে চিটফান্ডের কল
ঘরেতে তোলে কালো টাকার ফসল ।
যখন আসে করোনার মতো অতিমারি,
তাদের চলে কি ভীষণ দাদাগিরি !
জীবনদায়ী উপাদান নিয়ে চলে কাড়াকাড়ি ,
সাথে চলে মৃত্যুর বাড়াবাড়ি ।
আসলে বোঝেনা মানুষ ওদের খেলা ,
ঘুরে পিছে পিছে হয়ে বিশ্বস্ত চ্যালা ,
বিনিময়ে পায় সামান্য চাল কলা ।
বুঝে যদি ফেল ওদের ছলাকলা ,
কপালে জুটবে শুধু বঞ্চনা আর অবহেলা।
আসে যখন প্রাকৃতিক দুর্যোগ ,
রাঘব বোয়ালের দল খোঁজে শুধুই সুযোগ,
তাই মানুষের পিছু ছাড়েনা দুর্ভোগ ।