চেতনা জাগুক সব নিপীড়িত মনে,
তাদের যে নিতে হবে জীবনের সনে।  গাঁথা আছে কত ব্যথা অন্তরের  মাঝে,
দিবা শেষে জাগে তারা স্নিগ্ধ এই সাঁঝে।
নেতাদের প্রতিশ্রুতি ভোট এলে মেলে,
তোমরা পাবে না কিছু ভোট হয়ে গেলে।
মারামারি করে ক্লান্ত যুবকেরা আজ,
নেই যে তাদের হাতে আর কোনো কাজ।
গীতিময় জীবনটা দুর্বিষহ জেনো,
তিল তিল হচ্ছে শেষ এ কথাটি মেনো।
বাজারে যে জিনিসের অগ্নিসম দাম,
জেনো তাতে গরিবের ঝরে শুধু ঘাম।
কাউকে ভেবোনা আজ ভীষণ আপন,
নেই কেউ ভেবে করো জীবন যাপন।