বাল্যকাল যায় কেটে কত হেসে খেলে,
পড়াশোনা সহ বেশকিছু শেখার ছলে।
কর্ম জীবনের শুরুতে মনে থাকে আশা,
কোন কারণেই জাগেনা মনেতে হতাশা।
জীবনে চলার পথে যদি নামে বিষাদ,
সব ভুলে চলো নিয়ে আনন্দের প্রসাদ।
জীবন চলছে যে বয়ে  সময়ের স্রোতে,
চলো মোরা দীক্ষা লই সেবাধর্ম ব্রতে।
মানুষের মনে যত মোহ বাঁধে বাসা,
না যেন হারায় তাতে মানবতার ভাষা।
এ জীবনে পাই দেখো কয়েকটা যে দিন,
কাটুকনা সবটা তার হয়ে স্বপ্ন রঙিন।