আমাদের জীবন ধারা চলছে বয়ে কোন খাতে জানিনা,
জীবনের এই গতি কেন যেন মেনে নিতে পারিনা।
তবে অর্থহীন ভাবে বয়ে চলা এ জীবন ধারা,
যেখানে আজও যেন ঝুলছে লাগামহীন শোষণের অব্যাহত খাড়া।
যেদিক পানে চাও শুধু চলছে শোষণ অবিরাম।
শোষিতের একাংশ দেখ সদাই ব্যস্ত যেন করিতে মনিবের তোষণ।
এরই কি নাম জীবন?
উত্তর খুঁজে চলে জীবনের প্রতি বাঁকে বাঁকে উদাসী এই মন।
ব্যথিত হৃদয়ে শুধাই যদি তারে চেয়ে অপলক নয়নে,
কেন এই নির্লজ্জ বয়ে চলা শোষণের টানে?
উত্তর আসে জীবন সাগরে তো দেখিনি বহুদিন বিপ্লবের জোয়ার,
যা ভাসিয়ে দিতে পারে শোষকের হাতিয়ার।
তাইতো আমি জীবন ধারা চলেছি বয়ে হয়ে দিশাহারা।