জীবন মানে প্রাণের আলো,
জীবন জানে বাসতে ভালো ।
ভূবন জুড়ে জীবন মেলায়,
চেপেছি যেন নাগরদোলায় ।
যখন উঠি সুখের চূড়ায়,
দেখি ক্ষণেক পরেই দূঃখ সেথায় ।
জীবন মানে কর্ম জোয়ার,
নেই যে উপায় থেমে থাকার ।
জীবনে আছে কান্না-হাসি,
যেন তারই মোহে চলছি ভাসি ।
স্তব্ধ হলে হৃদস্পন্দন,
সাঙ্গ হবে এই জীবন।