কত সভা,কত মিছিল,
ঘামে ঘামে স্বার্থের পথ হয়েছে পিচ্ছিল।
কত ভাষণ,কত শোষণ
মানুষের করল সর্বস্ব হরণ।
সোনার হরিণ পিছে কত মিথ্যে পথ চলা,
কত কথা রয়ে গেল না বলা।
কত আয়োজন ,কি নিদারুণ আস্ফালন!
ক্ষমতার লোভে গড়ে উঠে আন্দোলন।
কত জনসভা ,কত পথসভা
কত মানুষের নিভেছে জীবন প্রভা।
কত মানুষের নির্বাক অভিমান,
সমাজ যেন হয়েছে আজ জীবন্মৃতের শ্মশান।