জীবন তরীর মাঝি হয়ে
চলেছি যেন কালের জোয়ারে ভেসে।
জানিনা কখন কোথায়
ভিড়বে তরী এসে।


সুখের হাওয়ায় তুলে পাল,
ছুটেছি আমি, লয়ে ক্ষিপ্রগতি।
রেখেছি খেয়াল অবিচার যেন না হয়
আমার কোন মানুষের প্রতি।


দুখের ঝড়েতে ছিঁড়ে পাল ,
কখনো পেয়েছি ধীর গতি।
ছাড়ি নাই হাল ,তবু বেয়েছি তরী
আমি হয়ে ধীর মতি।


জানি আসবে এমন দিন,যখন চলবেনা
মোর জীবন তরী ,আমার ইচ্ছে মতন।
বাইবনা আর জীবন তরী
সাঙ্গ হবে এই জীবন।